ভারতের অন্যতম প্রধান টায়ার ব্র্যান্ড বিড়লা টায়ার একাধিক অংশীদারিত্বের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। গত মঙ্গলবার কোম্পানির ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিড়লা টায়ার্স-এর চেয়ারপারসন মঞ্জুশ্রী খাইতান এমন আভাষ দিলেন। তিনি বলেন, সংস্থাটি অফ-রোড এবং অন্যান্য বিশেষত বিভাগসহ টায়ার বিভাগগুলিতে তার উত্তরাধিকার মনোনয়নের দিকে মনোনিবেশ করবে।
বিড়লা টায়ারস লিমিটেড, সম্প্রতি মাল্টি-প্রোডাক্ট সংস্থা কসোরাম লিমিটেডের বিভিন্ন উদ্যোমের অংশীদার হয়েছে। পাশাপাশি তারা কৌশলগত সহযোগিতার জন্য দেশ এবং বিদেশে একাধিক সম্ভাব্য অংশীদারদের সাথে আলোচনা করছে। যেখানে বিভিন্ন স্থানে টায়ার তৈরির প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ব্যবস্থা রয়েছে। সূত্র জানিয়েছে, আলোচনা ফলপ্রসূ হলে চলতি বছরের মধ্যেই অংশীদারিত্বের সঙ্গে যুক্ত হতে পারে বিড়লা টায়ার।
Leave a Reply