দেশের শীর্ষ স্থানীয় শিল্প পরিবার আকিজ গ্রুপ বিভিন্ন ধরনের ৭৫টি গাড়ি বিক্রি করবে। গাড়িগুলোর মধ্যে ১৪টি ফোর হুইল কার ও জীপ। এর মধ্যে অধিকাংশই কিয়া মোটরসের পিকআপ। মোটরসাইকেলের মধ্যে একটি বাজাজ প্লাটিনা। বাকি সবগুলোই হিরো হোন্ডা। সবগুলেঅই ১০০ সিসি’র বাইক।
গাড়িগুলো উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে। টেন্ডারের নিয়মাবলী ও শর্ত সম্বলিত নির্দেশিকা পাওয়া যাবে আকিজ গ্রুপের প্রধান কার্যালয়, আকিজ হাউজ, ১৯৮, বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও (সাতরাস্তা), ঢাকা-১২০৮ ঠিকানায়। গাড়িগুলো দেখা যাবে আকিজ গ্রুপের সেন্ট্রাল ওয়ার্কশপ, আশুলিয়া বাজার, ঢাকা’র ঠিকানায়।
Leave a Reply