রাজধানীর কাওলা এলাকার সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টারে আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। ঐ ব্যক্তির নাম বাবুল মিয়া। তিনি সিভিল এভিয়েশনের একজন গাড়ি চালক। গতকাল সকাল পৌনে ৯টার দিকে সিভিল এভিয়েশন কোয়ার্টারের একটি গাছে গলায় ফাঁস দেওয়ার সময় ফায়ার সার্ভিস তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
বিমানবন্দর থানার এসআই মাহবুব আলী বলেন, বাবুল মিয়া মাদকাসক্ত। তার বড় ভাই সেলিম সিভিল এভিয়েশনের অবসরপ্রাপ্ত কর্মচারী। মাদকের পথ থেকে ফেরাতে না পেরে মাস ছয়েক আগে বাবুলের স্ত্রী তাদের এক সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাবুলকে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে পাঠানো হবে। শুক্রবার সকালে মাদকাসক্ত নিরাময়কেন্দ্র থেকে একটি টিম বাবুলের বাসায় যায় তাকে নিয়ে যাওয়ার জন্য। বাবুলকে নিরাময়কেন্দ্রে নেওয়ার জন্য হাত-পা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করা হয়। এ সময় তিনি দৌড়ে পাশের একটি আমগাছে চড়েন। গাছের মগডালে চড়ে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করবেন বলে চিত্কার করতে থাকেন।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তিকে কৌশলে বুঝিয়ে গলার ফাঁসের রশি খুলে অক্ষত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানা পুলিশ জানায়, বাবুলকে উদ্ধার করে মুচলেকা দিয়ে তার বোন সাহারা বেগমের জিম্মায় দেওয়া হয়।
Leave a Reply