গাড়িগুলোর মোট মূল্য প্রায় ৭৪ মিলিয়ন ডলার বা ৬২৭ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা।
করোনাকালের অসংখ্য দু:সংবাদের মধ্যেই এলো দারুণ এক সুসংবাদ। সেটাও আবার করোনার উৎপত্তিস্থল চীন থেকে। টানা পাঁচ বছর মুনাফার টার্গেট পূরণ হওয়ায় চীনের একটি স্টিল উৎপাদক কোম্পানি তার কর্মীদের বোনাস হিসেবে ৪ হাজার ১১টি গাড়ি উপহার দিয়েছে!
বার্ষিক মুনাফা বৃদ্ধিতে অবদান রাখায় গত বৃহস্পতিবার জিয়াংশি ওয়েস্ট দাজিউ আয়রন অ্যান্ড স্টিল করপোরেশন এক অভিনব অনুষ্ঠান আয়োজন করে। সেদিন বোনাস হিসেবে একেবারেই নতুন গাড়ি তুলে দেওয়া হয় কর্মীদের হাতে।
জানা যায়, এ নিয়ে টানা পাঁচ বছর ওই কোম্পানির আয় বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রত্যেককে একটি করে গাড়ি উপহার দিলো কোম্পানিটি। এর মধ্যে রয়েছে ২ হাজার ৯৩৩টি জিয়াংলিং ফোর্ড টেরিটরি এবং ১ হাজার ১৮৩টি এফএডব্লিউ-ফক্সওয়াগন ম্যাগোটান মডেলের প্রাইভেট কার।
চীনা সংবাদমাধ্যম ‘সোহু’ জানায়, গাড়িগুলোর মোট মূল্য প্রায় ৭৪ মিলিয়ন ডলার বা ৬২৭ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা। কোম্পানিটি আরও ঘোষণা দিয়েছে, প্রতিটি গাড়ির লাইসেন্স প্লেট, ৫ বছরের অটো ইন্সুরেন্স ও কর-সব খরচ তারা বহন করবে। সূত্র: অডিটি সেন্ট্রাল,টিবিএস।
Leave a Reply