নতুন এই ব্যবস্থা চালুর পর গতকাল সোমবার সকাল থেকে ঢাকার কারওয়ানবাজারের সোনারগাঁও হোটেলে সাউদিয়ার টিকিট কাউন্টারের সামনে ভিড় ও জটলা কমে এসেছে। ভিড় কমলেও উপস্থিত অনেকের মধ্যেই ছিল টিকিট পাওয়া নিয়ে শঙ্কা।
মহামারীতে দেশে আটকেপড়া সৌদি প্রবাসীদের ফেরার টিকিট সংকটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী পরিবহনের সর্বোচ্চ সীমা শিথিল করা হয়েছে। ভোগান্তিতে থাকা প্রবাসীদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে টিকিট দেওয়া শুরু করেছে সাউদিয়া এয়ারলাইন্স। আগামী তিন দিনের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তারা কোনো টোকেন না থাকলেও সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারছেন।
নতুন এই ব্যবস্থা চালুর পর গতকাল সোমবার সকাল থেকে ঢাকার কারওয়ানবাজারের সোনারগাঁও হোটেলে সাউদিয়ার টিকিট কাউন্টারের সামনে ভিড় ও জটলা কমে এসেছে। ভিড় কমলেও উপস্থিত অনেকের মধ্যেই ছিল টিকিট পাওয়া নিয়ে শঙ্কা।
Leave a Reply