পরিমাপে কারচুপির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। তা সত্ত্বেও এ অপরাধ চলছেই। আইনে অপরাধের তুলনায় জরিমানা অপেক্ষাকৃত কম হওয়ায় অপরাধীরা ‘কেয়ার’ করছে না। ফলে বন্ধ হচ্ছে না এ জাতীয় অপরাধ। জানা গেছে, সর্বশেষ গতকাল সোমবার রাজধানীর মহাখালী এলাকায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুটি পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে। তশোফা এন্টারপ্রাইজ ওজনে কম দেওয়ায় ও রয়েল ফিলিং স্টেশনে আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় উভয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ঐ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সংশ্লিষ্টরা বলছেন, দেশব্যাপী পেট্রোল পাম্পগুলোতে পরিমাপে কারচুপি করা খুবই সহজ। কেননা ক্রেতার পক্ষে তা পরিমাপ করা সম্ভব হয় না। এ সুযোগে পরিমাপে দেদারসে কারচুপির অভিযোগ পাম্পগুলোর বিরুদ্ধে। ক্রেতারা বলছেন, পরিমাপে কম দেওয়ার অভিযোগ প্রমাণ হলে বিপুল পরিমাণ আর্থিক জরিমানা কিংবা পাম্প বন্ধ করে দেয়ার মতো শাস্তি না হলে এ অনিয়ম বন্ধ করা কঠিন হবে।
Leave a Reply