শিক্ষকদের ২১ হাজার সৌজন্য টিকিট দিচ্ছে কাতার এয়ারওয়েজ
এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
আপডেট :
বুধবার, ৭ অক্টোবর, ২০২০
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কাতার এয়ারওয়েজ চলমান কভিড-১৯ মহামারিতে শিক্ষকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে সৌজন্য টিকিট দিচ্ছে কাতার এয়ারওয়েজ। শিক্ষকদের ধন্যবাদ জানাতে ২১ হাজার সৌজন্য টিকিট দিচ্ছে। সুবিধাটি ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর বেলা ০৩:৫৯-এ (দোহার সময়) বন্ধ হবে। শিক্ষকরা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রস্তাবিত একটি অনন্য প্রচারণা কোড পাওয়ার জন্য একটি ফরম জমা দিয়ে এই বিশেষ অফারের জন্য qatarairways.com/ThankYouTeachers এই ঠিকানায় নিবন্ধন করতে পারবেন। চলতি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাতার এয়ারওয়েজ পরিচালিত যেকোনো গন্তব্যে ভ্রমণের সুবিধা পাওয়া যাবে। কাতার এয়ারওয়েজ বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে এমন ৭৫টিরও বেশি দেশের শিক্ষকরা টিকিটের জন্য যোগ্য হবেন। সফলভাবে নিবন্ধিত শিক্ষকরা কাতার এয়ারওয়েজের বর্তমান নেটওয়ার্কে বিশ্বব্যাপী ৯০টিরও বেশি গন্তব্যের যেকোনো জায়গায় একটি ইকোনমি ক্লাসের ফিরতি টিকিট পাবেন। তাঁরা ভবিষ্যতের ফিরতি টিকিটের জন্য ৫০ শতাংশ ছাড়ের জন্য একটি ভাউচার পাবেন, যা তাঁদের নিজেদের, পরিবারের সদস্য বা বন্ধুর জন্য ব্যবহার করতে পারবেন।
Leave a Reply