1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি

‘সন্দ্বীপকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে’

সন্দ্বীপ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
পর্যটন শিল্প উন্নয়নে মাস্টার প্ল্যানের আওতায় পড়ছে সন্দ্বীপ, জানান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। তিনি বলেন, সরকারিভাবে সন্দ্বীপকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ জন্যে একটি পর্যবেক্ষণ দল সন্দ্বীপ আসবে। আমার স্বপ্ন বিছিন্ন দ্বীপ সন্দ্বীপের সাথে মূল ভূখন্ডের সাথে যোগাযোগ স্থাপন করা। এবং সন্দ্বীপকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা মোহনায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে জেগে ওঠা স›দ্বীপ বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনার অন্যতম স্থান। চারিদিকে সাগরবেষ্টিত এ দ্বীপটি শ্যামল ছায়া ঘেরা।

পূর্ব সন্দ্বীপের উপকূল ঘেঁষে বিশাল কেওরা বন যেন সুন্দরবনের ম্যানগ্রোভের মত সৌন্দর্যের পসরা সাজিয়েছে। এ বনের মাঝে মাঝে সন্দ্বীপ চ্যানেলের সাথে সংযুক্ত আঁকা বাঁকা খাল সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে। সাগরের বুক চিরে সন্দ্বীপের পশ্চিম পাশে রহমতপুর-হরিশপুর স্পটে সাবেক স্টিমার ঘাট এলাকায় জেগে উঠেছে বিশাল চর।পড়ন্ত বিকেলে সূর্য স্নানের দৃশ্য দেখার জন্য এটি ইতোমধ্যে দর্শনার্থীদের আকর্ষণীয় মনোরম স্থানে পরিণত হয়েছে। সন্দ্বীপে দক্ষিনের ছোয়াখালী এলাকার উন্মুক্ত দখিনা হাওয়া এবং উপকূল ঘেঁষে সাগর থেকে উঠে আসা চিক চিক বালি যেন আমাদেরকে কক্সবাজার সৈকতের সম্ভাবনা দেখায়। তার পাশ থেকে পশ্চিম দিকে দীর্ঘ ৮/১০ কিলোমিটার জুড়ে নতুন বেড়িবাঁধের সাথে যুক্ত হচ্ছে সিসি ব্লক। এ বেড়িবাঁধে দাঁড়িয়ে দক্ষিণে তাকালেই চলমান দেশী-বিদেশী নৌযানের বিশাল বহর দেখলে পতেঙ্গা সমুন্দ্র সৈকতের কথা মনে পড়বে। ৪২ কিলোমিটার টেকশই বেড়িবাঁধ নির্মাণ শেষ হলে বেড়িবাঁধের উপর পাকা রাস্তা তৈরী করে এবং এ সড়কের দু’পাশে সড়কবাতির মাধ্যমে দ্বীপের চতুর্দিক আলোকিত করলে সৌন্দযর্ পিয়াসীরা সাগর কন্যা সন্দ্বীপের সৌন্দর্যকে পর্যটনসমৃদ্ধ বিদেশী কোন রাষ্ট্রের সাথে তুলনা করবেন।
এদিকে গুপ্তছরা ঘাটে যাতয়াতে সুবিধার্ত্বে নির্মিত ৬০০ মিটার দৈর্ঘ্যরে জেটিটিতে দুই পাশে ল্যাম্প পোস্টের কারণে সৌন্দর্য্য বর্ধন হওয়াতে ভীর জমাচ্ছে দর্শণার্থীরা। এতসব সম্ভাবনা থাকা সত্বেও একসময় এ শিল্প বিকাশের পথে প্রধান অন্তরায় ছিল বিদ্যুৎ। সাগরের তলদেশ দিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুৎ আসার পর এ সমস্যা এখন দূরীভূত হয়েছে। দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার মত এ সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার। পর্যটন নগরী হিসেবে গড়ে উঠলে সবুজে ঘেরা সাগর বেষ্টিত এ দ্বীপটি ফিরে পাবে তার আগের ঐতিহ্য। যখন এ দ্বীপে ভ্রমণ পিপাসু পর্যটকরা দূর-দূরান্ত থেকে ঘুরতে আসত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT