চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর-ভাঙ্গুড়া সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নুরুল ইসলাম বেপারী নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তিনি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার হঠাৎপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
মীরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় আলমগীর হোসেন নামে সড়ক ও জনপথ বিভাগের কর্মী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক কার্ভাডভ্যানটি আটক করেছে হাইওয়ে পুলিশ। আলমগীর উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবদুল্লাহ কেরানী বাড়ির মুজিবুর রহমানের ছেলে। জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইসহাক মিয়া বলেন, আলমগীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকার চাপায় পরিচয়বিহীন এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল বাছেদ জানান, ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। উপজেলার গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের কুয়াতিরপাড় নামক স্থানে বুধবার সকালে পূর্বদিক থেকে আসা মালবোঝাই ট্রাককে যাত্রীবাহী ট্রলি সাইড দিতে গেলে ট্রলি উল্টে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নছিমনযাত্রী সুমা খানম, চালক আ. হালিম মিয়া, শাহিন হাওলাদার, আলাউদ্দিন সরদারসহ ৬ জন আহত হয়। এদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply