দেশের প্রথম নৌকা জাদুঘর হতে যাচ্ছে বরগুনাতে। এই জাদুঘরে স্থান পাবে দেশের বিভিন্ন অঞ্চলের ১০০ ধরণের নৌকার অনুকৃতি এবং নৌকা সম্পর্কিত বিভিন্ন তথ্য। ৭০ একর জমির মধ্যে স্থাপন করা হচ্ছে জাদুঘরটি। নৌকার ইতিহাস, পৃথিবীর বিভিন্ন জনপদে নৌকার ব্যবহার ও ধরণ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে জাদুঘরে।
বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জাদুঘরটি নির্মাণ করা হচ্ছে। গতকাল বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার জাদুঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পরিত্যক্ত পৌর গণগ্রন্থাগার মাঠে নৌকার আদলে নির্মাণ করা হচ্ছে জাদুঘরটি।
এসময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন সজল, জাদুঘর নির্মাণ কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চেম্বার অব কমার্স সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, জনপ্রতিনিধিবৃন্দ, এবং সুশীল সমাজ ও গণমাধ্যমের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, এ উদ্যোগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বরগুনাকে এই জাদুঘরের মাধ্যমে শুধু দেশবাসী নয় বিশ্বব্যাপী নতুন করে চিনতে পারবেন। একই সাথে সম্ভবনাময় বরগুনার ইকোট্যুরিজমের বিকাশে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
নৌকা জাদুঘরের স্বপ্নদ্রষ্ট্রা বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের সাথে নৌকা অঙ্গাঙ্গীভাবে জড়িত। নদীমাতৃক এই দেশে নদী ও নৌকার ইতিহাস হাজার বছরের। এই জাদুঘরে বিভিন্ন অঞ্চলের হারিয়ে যাওয়া নৌকা এবং বর্তমানে প্রচলিত বিভিন্ন অঞ্চলের নৌকার প্রতিকৃতি ও তথ্য সংরক্ষণের পাশাপাশি বরগুনায় পর্যটকদের আকৃষ্ট করতেই জেলা প্রশাসন কর্তৃক এই উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply