এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন তিনি। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন মন্ত্রীর সঙ্গে ছিলেন। তিনি তাকে চলমান কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন
এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তাজুল ইসলাম বলেন, প্রকল্পটির নির্মাণকাজ শেষ হলে নগর থেকে পতেঙ্গার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত সহজ হবে। তা ছাড়া যানজটের ভোগান্তি থেকেও বিমানের যাত্রীরা মুক্তি পাবেন। এ সময় চট্টগ্রামের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন এবং এতে চট্টগ্রামের উন্নয়নের নতুন নতুন প্রকল্প পাওয়ার পথ সুগম হবে বলে মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।
Leave a Reply