শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাত খামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোহেল রানা (৩৪) ও নান্দাইল উপজেলার আবু হানিফ (৩০)। আহতরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নামাপাড়া (জঙ্গলবাড়ি) গ্রামের রিপা ও তার স্বামী সিদ্দিকুর রহমান। অপর আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জের মাইজবাগ গালাহারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহতরা হলেন : হালুয়াঘাট উপজেলার গাবরখুড়া গ্রামের সাব্বির (১৫) ও নরসিংদীর মনোহরপুর হাদীরপুর গ্রামের শরিফ (১২)। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা : আলীনগর বিশ্বরোড এলাকায় শুক্রবার ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত পার্টস ব্যবসায়ী আলী হোসেনের বাড়ি উত্তর দিঘলদী ইউনিয়নে। তিনি বিশ্বরোড দিয়ে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
লামা (বান্দরবান) : লামা উপজেলায় পিকআপ চাপায় নিহত আবদুল নবী (৫) ফাঁশিয়াখালী ইউনিয়েেনর বদুঝিরীর আবদুল আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লামা-চকরিয়া সড়কের পাহাড়ি মিরিনজায় এ দুর্ঘটনা ঘটে।
কচুয়া (চাঁদপুর) : কচুয়ার বাতাপুকুরিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত অটোচালক সেলিম মিয়া (২৫) উপজেলার শিলাসস্থান গ্রামের কবির হোসেনের ছেলে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাচার-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা : মাগুরায় চাচার বিয়েতে অংশ নিতে যাওয়ার পথে শুক্রবার মোটরসাইকেল-ইঞ্জিনভ্যানের সংঘর্ষে নিহত পুলিশ সদস্য নাহিদ হাসান দিপ্ত (২৪) শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে। ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল নাহিদ হাসান চাচার বিয়ে উপলক্ষে কয়েক দিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন।
শেরপুর : নালিতাবাড়ীতে ট্রাকচাপায় নিহত আড়াই বছরের শিশু তাইয়্যিব হাসানগোজকুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। উপজেলার মরিচপুরাণ ইউনিয়নের গোজাকুড়া গ্রামে শুক্রবার সকালে রাস্তায় গাড়ি উঠানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় নিহত মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন দক্ষিণ ভান্নারা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বিকালে একটি সভায় যোগদান শেষে সন্ধ্যায় ফেরার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।
হবিগঞ্জ : লাখাইয়ে ইজিবাইক উল্টে নিহত চালক জাহাঙ্গীর মিয়া (৩৫) উপজেলার করাব গ্রামের সমরাজ মিয়ার ছেলে। শুক্রবার হবিগঞ্জ-লাখাই সড়কের করাব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট : বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালীতে বৃহস্পতিবার মধ্যরাতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক ইব্রাহীম হোসেন তালুকদার (৩৫) শরণখোলা উপজেলার বান্দাঘাটা এলাকার সাইফুল ইসলাম খোকনের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
সিলেট : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় বাস উল্টে দু’জন নিহত হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। শেরপুর থেকে ছেড়ে আসা বাসটি শুক্রবার অতিরবাড়ি এলাকায় উল্টে যায়।
Leave a Reply