1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি লুব্রিকেন্ট আমদানিতে বাড়তি শুল্কায়নে ডলার পাচার বাড়বে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি

রেলওয়ের প্রশিক্ষণ কর্মশালা : নির্দেশনা মেনে দায়িত্ব পালন করলে দুর্ঘটনা এড়ানো সক্ষম

রেলপথ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম (পূর্ব)’র বিভাগীয় পরিবহন কর্মকর্তা কার্যালয়ের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগের অপারেটিং কর্মচারীদের ট্রেন পরিচালনা ও যাত্রী সেবা শীর্ষক ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানে এডিশনাল সিওপিএস (পূর্ব) এর সুজিত বিশ্বাস বলেন, বাংলাদেশের সহজ ও নিরাপদ রেলযাত্রার নিরাপত্তার স্বার্থে অপারেটিং কর্মচারীদের ট্রেন পরিচালনার জন্য প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সারাদেশব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ সেবা দিতে রেল কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত আছে। প্রত্যেকেই স্টেশন মাস্টারের অধীনে ট্রেন পরিচালনার কর্মচারীরা সঠিক নির্দেশনা মেনে দায়িত্ব পালন করলে যে কোন দুর্ঘটনা এড়াতে সক্ষম। স্টেশন মাস্টারের নিয়ন্ত্রণে ট্রেনের পরিচালক, সহকারী পরিচালক, রেল পুলিশ, জিআরপি সকলেই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে রেলওয়ে যাত্রা আরো জনপ্রিয় ও নিরাপদ হয়ে উঠবে। এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত চীফ অপারেটিং সুপারিনন্টেডেন্ট-পূর্ব সুজিত কুমার বিশ্বাস উপরোক্ত বক্তব্য রাখেন। আমাদের কর্মকর্তাদের জন্য দেশে-বিদেশে বিভিন্ন ধরনের কোর্স,প্রশিক্ষন কর্মশালার ব্যবস্থা রয়েছে কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার দরুন কর্মচারীদের ক্ষেত্রে সেরুপ ব্যবস্থা আমরা করতে পারিনি। কিন্তু চট্টগ্রাম ডিভিশনে ১৩ টি ডিপার্টমেন্টের মধ্যে আমরাই ট্রাফিক ডিপার্টমেন্ট সর্বপ্রথম প্রশিক্ষন কর্মশালা আয়োজন করতে পেরেছি যা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে আশা রাখি। গত ৬ অক্টোবর সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশিষ দাশ গুপ্ত’র সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে এবং স্টেশন মাস্টার/ষোলশহর জাফর উল্লাহ মজুমদার’র সঞ্চালনায় ষোলশহ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম বিভাগের অপারেটিং কর্মচারীদের ট্রেন পরিচালনা ও যাত্রীসেবা শীর্ষক ইনহাউজ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন- ডেপুটি সিওপিএস-পূর্ব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিবহন কর্মকর্তা-চট্টগ্রাম মোঃ মনিরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর-পরিবহন (পোর্ট) মোঃ আনোয়ারুল করিম সিকদার, ডিভিশনাল ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক কর্মচারী ঐক্যপরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিদ হোসেন খোকন, স্টেশন মাস্টার গ্রেড-১চট্টগ্রাম মোঃ জাফর আলম। ইন হাউজ কর্মশালায় অংশগ্রহণ করেন-এসএম/ক্যান্টনমেন্ট মোঃ ফকরুল আলম পারভেজ, এসএম-জান আলী হাট, মোঃ আব্দুস সালাম ভূঁইয়া, এসএম-নাজিরহাট কাজী মোঃ শাহাদাত হোসেন, ট্রেন পরিচালক/চট্টগ্রাম মোঃ ফয়েজ আহমেদ, আবুল বাশার, এসএম-এসআরভি আবু হানিফ, এসএম/ফৌজদারহাট রতন কুমার দাশ, এসএম/হাটহাজারী মোঃ জয়নাল আবেদিন, সিএসএম-চট্টগ্রাম কেবিন মোঃ রশিদুল আলম, সিএসএম/ চট্টগ্রাম জংশন আজিজুল হক, মোঃ মুজিবুর রহমান, সিএসএম/ পাহাড়তলি মো. লোকমান খাঁন, এসএম-বাড়বকুন্ড রাজকুমার রায়, এসএম/ ফতেয়াবাদ মোঃ আরিফুল ইসলাম, চীফ ইয়ার্ড মাস্টার -সিজিপিওয়াই মোঃ আব্দুল মালেক, টিএনএল-পাহাড়তলি (প্রেষন) মো. হাসান মহিউদ্দিন, নূরে আলম-এসএম-৪ তান্নি বড়ুয়া, মোঃ শামছুজ্জামান, তন্ময় চৌধুরী, পিএসএ-চট্টগ্রাম মোঃ শরিফুল ইসলাম, সালমান শাহ রনি,আসমা আক্তার,আতিকা বেগম, রোজিনা আক্তার, নুর জাহান বেগম,ট্রেন পরিচালক/ চট্টগ্রাম মো. মনোয়ার হোসেন,এ বি এম ওমর ফারুক, মো. কাউসাইন, এএসএম-সামসুন নাহার, আলী আজবা তাম্মি,মনোরঞ্জন বর্মণ, আর্শেল মোহন,ফারজানা আক্তার, রনি, টিএনটি/ চট্টগ্রাম কাঞ্চন চৌধুরী, ওমর ফারুক, এওয়াইএম মো. মিজানুর রহমান, পয়েন্টসম্যান-আব্দুর রহিম, মোঃ মফিজুর রহমান,মেজবাহ উদ্দিন রাজু, মাহমুদুল হাসান, মোঃ রফিকুল ইসলাম, কবির হোসেন, সোনা মিয়া, কাজল কুমার, দীপক মল্লিক, আবুল কাশেম, মোঃ শাহজাহান, মোঃ সোহরাব মল্লিক, রবিউল ইসলাম, মোঃ জুয়েল, গেইটম্যান মো. মাহবুব, রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, মো. রাসেল, মিজান, মো. সোহেল সহ চট্টগ্রাম-দোহাজারি-নাজিরহাট সেকশনের পয়েন্টসম্যান ও গেইটম্যানবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT