সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল তিনগুণ বড় হচ্ছে। বর্তমানে আট একর জায়গাজুড়ে এই টার্মিনাল রয়েছে। এই টার্মিনালের জন্য আরও ২০ একর জায়গা অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। আর এর উন্নয়নের কাজ করবে সিটি করপোরেশন। এতে ট্রান্সপোর্ট এজেন্সির কার্যালয়, পরিবহন শ্রমিকদের আবাসন ব্যবস্থা, হেলথ সেন্টার, ক্যাফেটেরিয়া, পেট্রোল পাম্পসহ চালক ও শ্রমিকদের জন্য নানা সুযোগ-সুবিধা থাকবে। সম্প্রতি সিটি করপোরেশনের বার্ষিক বাজেট উপস্থাপনের সময় ট্রাক টার্মিনাল তিনগুণ সম্প্রসারণের কথা জানান মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর উপকণ্ঠ দক্ষিণ সুরমার পারাইচকে আধুনিক ট্রাক টার্মিনাল নির্মিত হলেও শহর থেকে বেশ দূরে হওয়ায় সেখানে গাড়ি রাখার ব্যাপারে চালকরা আগ্রহী নন। এ ছাড়া টার্মিনালের আশপাশে চালক ও শ্রমিকদের খাওয়া ও আবাসনের ব্যবস্থা নেই। ফলে ট্রার্মিনালে ট্রাক রেখে থাকা-খাওয়ার জন্য বিকল্প উপায়ে নগরীতে আসতে হয় ট্রাকচালক ও সহকারীদের। এখন টার্মিনালের পরিসর বৃদ্ধি করে প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা করলে পরিবহন শ্রমিকদের থাকা-খাওয়ার সমস্যা আর থাকবে না। সেই সঙ্গে অন্য সুযোগ-সুবিধা বাড়লে টার্মিনালে গাড়ি রাখার আগ্রহ বাড়বে।
Leave a Reply