করোনা মহামারিতে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী ২০ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। শনিবার সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে প্রথম ফ্লাইটি। ফিরতি ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে রাত ১১টা ৫৫ মিনিটে। তারা আরো জানিয়েছে, করোনার রেশ পুরোপুরি না কাটায় প্রথম ধাপে সপ্তাহে দু’টি করে ফ্লাইট চলবে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে লাগবে না করোনা নেগেটিভ সার্টিফিকেট। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পরে করোনা পরীক্ষা করা হবে প্রত্যেক যাত্রীর। যাত্রীদের বিমানবন্দর থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হবে। এ জন্য জনপ্রতি গুনতে হতে পারে অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা।
ওয়ার্ক পারমিট কিংবা দীর্ঘস্থায়ী ভিসাধারী যাত্রীদের জন্য ওই দেশের জনশক্তি মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। এবং শিক্ষার্থীদেরকে দেখাতে হবে দেশটির শিক্ষামন্ত্রণালয়ের অনুমতিপত্র।
Leave a Reply