উড়োজাহাজে আচমকাই এক যাত্রীর প্রসব বেদনা শুরু হলে, বিমানকর্মীদের সাহায্যে মাঝ আকাশে জন্ম নেয় এক ছেলে শিশু।
ভারতের দিল্লি থেকে দক্ষিণের শহর ব্যাঙ্গালুরু যাওয়ার সময় ইন্ডিগোর বিমানে এ ঘটনা ঘটে।
পরে সেই ‘প্রি-ম্যাচিওর’ শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে।
তবে বিমানে উৎসবের আমেজে দেখা দেয়। স্বাগত জানানো হয় শিশুকে।
ইন্ডিগো কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, এই শিশু বড় হয়েও সারা জীবন তাদের বিমানে বিনা খরচে যাতায়াত করতে পারবে। বিমানের মধ্যে প্রসব খুব সহজ ছিল না।
ওই বিমানের ক্যাপ্টেন সঞ্জয় শর্মা জানিয়েছেন, ওই নারী যখন প্রসব বেদনা অনুভব করেন তখন বিমান মাঝ আকাশে।
Leave a Reply