বাংলাদেশে ব্লু ইকোনমির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি. এসপেন রিকটার ভেন্ডসেন। রবিবার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠককালে তিনি এ আগ্রহের কথা জানান। নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, ‘সমুদ্রসম্পদ আহরণে ঐতিহ্যগতভাবে নরওয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাপকভাবে লাভবান হতে পারে।’
হ্যাঁ আমি তোমাদের সাথে আছি
জনাব
আল মামুন।
আপনি লিখতে পারেন আপনার সেক্টরের যে কোন সমস্যা ও সম্ভাবনা নিয়ে।
পরিবহন জগত আপনার অংশগ্রহণে নৌপরিবহন খাতের উপেক্ষিত বিষয়গুলো সকলের সামনে তুলে ধরতে চায়।
লেখার সঙ্গে সংশ্লিষ্ট ছবি পাঠাতে পারেন।
সম্পাদক
ঠিকানা : paribahanjagot@gmail.com