মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চের তলা ফেটে যাওয়ায় পদ্মার চরে জরুরি নোঙর করে এম ভি শাহ পরাণ নামের একটি লঞ্চ।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, এসময় লঞ্চে থাকা ১৬০ জন যাত্রীর কেউ হতাহত হয়নি।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, লঞ্চটি মাঝিকান্দি ঘাট থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ১৬০ জন যাত্রী নিয়ে আসছিল। পথিমধ্যে পদ্মা সেতুর নিচে লৌহজং চ্যানেলে ড্রেজিং কাজে নিয়োজিত থাকা ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চের তলা ফেটে যায়। সঙ্গে সঙ্গে পদ্মার চরে জরুরি নোঙর করে যাত্রীদের নিরাপদে নেওয়া হয়। কোনও যাত্রী হতাহত হয়নি। পরে অন্য একটি লঞ্চ দিয়ে পদ্মার চর থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হয়।
Leave a Reply