যশোর-মাগুরা মহাসড়ককে চার লেনে উন্নীতকরণে জমি অধিগ্রহণ প্রকল্প ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন। ২ হাজার ২৩০ কোটি টাকার এই প্রকল্প নিয়ে কোনো সমীক্ষা করা হয়নি। সমীক্ষাবিহীন এই প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে পরিকল্পনা কমিশন। প্রকল্প প্রস্তাবকারী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর বলছে, প্রজেক্ট প্রোপোজাল রিপোর্ট উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু ৫০ কোটি টাকার বেশি কোনো প্রকল্প অনুমোদনে সমীক্ষা জরুরি। এজন্য প্রকল্পটির প্রস্তাবনা নিয়ে আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভায় এ আপত্তি তোলা হয়। সভার কার্যপত্র থেকে এই তথ্য জানা গেছে।
Leave a Reply