ওজন ও পরিমাপে কারচুপি অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী দুইটি পেট্রোল পাম্পকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। গতকাল রবিবার ঢাকা মহানগরীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখতে পায় মেসার্স রাসেল ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন জ্বালানি তেল পরিমাপে দুইটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে প্রতিটিতে ২১০ মিলিলিটার কম প্রদান করায় ৫০ হাজার টাকা এবং ডেমরা নরাইবাগ এলাকার মেসার্স মুন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের অকটেন আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ও ট্যাংকলরির হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।
Leave a Reply