1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি লুব্রিকেন্ট আমদানিতে বাড়তি শুল্কায়নে ডলার পাচার বাড়বে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি

পর্যটন ও এভিয়েশন খাতে করোনার প্রভাব

সৈয়দ মো. রফিকুল ইসলাম
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

করোনা মহামারির মধ্য দিয়েই ২০২০ সালটি দ্রুত শেষ হচ্ছে। এই মহামারি বিশ্বব্যাপী সব ব্যবসাবাণিজ্যে কম-বেশি ধস নামিয়েছে। লাখ লাখ মানুষকে করেছে কর্মহীন। বিশ্ববাণিজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসাবাণিজ্যও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ সাময়িক লকডাউনে ছিল। তখন মানুষ একরকম গৃহবন্দি হয়ে পড়ে, গোটাদুনিয়া যেন হয়ে যায় স্থবির। এই পরিস্থিতিতে দেশের অধিকাংশ অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান, সব শিক্ষাপ্রতিষ্ঠান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়। বিদেশিদের চলাচল কমে যায়, অধিকাংশ এম্ব্যাসি বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে কর্মরত বিদেশিদের সিংহভাগ স্বদেশে ফিরে যান। বিদেশিদের জন্য চলতি বছরের হজ বাতিল হয়, ওমরা হজ বন্ধ থাকে দীর্ঘদিন। সরকারি-বেসরকারি-রাষ্ট্রীয় প্রায় সব বৈদেশিক সফর স্থগিত করা হয়। প্রবাসীদের দেশে আসা-যাওয়া থেমে যায়। জনশক্তি রপ্তানিতে অচল অবস্থার সৃষ্টি হয়। পর্যটনশিল্প হয়ে পড়ে স্থবির । ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড টুরিজম অরগানাইজেশনের (UNWTO) মতে, এ বছর বাংলাদেশ পর্যটনশিল্প প্রায় ৪০ বিলিয়ন টাকার ক্ষতির সম্মুখীন হবে। ইন্টারন্যশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (IATA) তথ্যমতে, এভিয়েশন সেক্টরে এ বছর বাংলাদেশের রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় ২৫ কোটি ২০ লাখ ডলার। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (TOAB) মতে, এ খাতে ক্ষতির পরিমাণ ধরা হয় ৫৭ বিলিয়ন টাকা। সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশে প্রতি মাসে এভিয়েশন সেক্টরে ক্ষতির পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT