আর্স টেকনিকা জানিয়েছে, প্রাথমিকভাবে শুধু একশ’ ৩০ বর্গ কিলোমিটার পর্যন্ত সেবা দেবে ওয়োইমোর চালকবিহীন ট্যাক্সি। ফিনিক্স শহরের শহরতলী চ্যান্ডলার, টেম্পে এবং মেসায় চলতে দেখা যবে এগুলোকে। ঠিক কতজনকে শুরুতে চালকবিহীন ট্যাক্সি ডাকার অ্যাপে প্রবেশাধিকার দেওয়া হবে, তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। তবে, ওয়েইমো বলেছে, ‘আমরা আশা করছি, আমাদের চালকবিহীন ট্যাক্সি সেবা খুব জনপ্রিয় হয়ে উঠবে, এবং চাহিদা অনুসারে সেবা হাজির করার সময়টিতে আমরা যাত্রীদের ধৈয্যের্র জন্য কৃতজ্ঞ।’ ওয়েইমোর অধীনে প্রায় ছয়শ’ গাড়ি রয়েছে। নতুন সেবায় ঠিক কতগুলো গাড়ি চলবে, তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।
বিশ্লেষণী প্রতিষ্ঠান ক্যানালিসের বিশ্লেষক ক্রিস জোনস জানিয়েছেন, ওয়েইমো আগে থেকেই চালকবিহীন প্রযুক্তিতে নেতৃস্থানীয় পর্যায়ে ছিল। এখন প্রতিষ্ঠানটির মানুষকে এ ধরনের প্রযুক্তির গাড়িতে চড়তে রাজি করাতে হবে। করোনাভাইরাস এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে।
Leave a Reply