সড়ক সংস্কারের কয়েক দিন পরই কার্পেটিং উঠে যাচ্ছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার থেকে দলগ্রাম পর্যন্ত সড়ক সংস্কারে অনিয়ম, দুর্নীতি হয়েছে। ঠিকাদার নিম্নমানের কাজ করেছেন। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে নিম্নমানের সড়ক সংস্কারে দুর্নীতির প্রমাণ পেয়েছে।
দুদক সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ দশমিক ৬ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। সংস্কারকাজ শেষ হওয়ার কয়েক দিন পরই কার্পেটিং উঠে যাচ্ছিল। এ-সংক্রান্ত একটি অভিযোগ করা হয় দুদক হটলাইনে। এর পরই ওই অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের একজন প্রকৌশলী ছিলেন।
অভিযানে দুদক টিম সংস্কারকাজ নিম্নমানের হয়েছে বলে প্রমাণ পায়। অভিযান পরিচালনাকারী টিমের পক্ষ থেকে যথাযথ মান নিশ্চিত করে কাজের বিল পরিশোধ করার জন্য সড়ক সংস্কার তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। এলাকাবাসী দুদকের অভিযানকে স্বাগত জানান।
Leave a Reply