বিশ্ব ট্রমা দিবস আজ। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হলেও বাংলাদেশে সরকারি পর্যায়ে এ পর্যন্ত দিবসটি পালন করা হয়নি। দেশে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত এবং আহত হয় পাঁচ কোটিরও বেশি মানুষ। বিশ্বের উন্নয়নশীল দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০ শতাংশ মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও সড়ক দুর্ঘটনা নিয়ে ২০০৩ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠান জরিপ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, দেশে বছরে সড়কে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বর্তমানে এ সংখ্যা ১০ থেকে ১২ হাজার ছাড়িয়ে যাবে। যত মানুষ নিহত হয়, তার চেয়ে তিনগুণ বেশি মানুষ পঙ্গুত্ববরণ করে। দশগুণ মানুষকে হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং ত্রিশগুণ মানুষকে চিকিৎসা নিতে হয়। এর পরও দেশে সরকারিভাবে দিবসটি পালন করা হয় না। তবে সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতি বছর বিশ্ব ট্রমা দিবস পালন করে আসছে।
Leave a Reply