‘সমুদ্রের প্রতিকূল পরিস্থিতিতে জাহাজ ৪৫ ডিগ্রি কৌণিকভাবে হেলে পড়ায় সী ফেয়ারারদের সবাই জাহাজটি ত্যাগ করেছে। তারা কোনোরকমে লাইফবোট ও অন্যান্য ছোটো বোটে চড়ে গগ আইল্যান্ডের নর্দার্ন পয়েন্টে পৌঁছেছে। এই স্থানটি দক্ষিণ আফ্রিকার রিসার্চ স্টেশন থেকে দক্ষিণ এলাকায়।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তীরে আসার পর তাদের সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। একজন সী ফেয়ারার সামান্য আহত হয়েছেন। বাকিরা সুস্থ আছেন। স্থানীয় রিচার্স বেসে তাদেরকে রাখা হয়েছে। এসএ অ্যাগুলহাস ২ উদ্ধারকারী জাহাজ সেখানে পৌঁছা পর্যন্ত তারা সেখানেই থাকবেন।’
উদ্ধারকারী জাহাজ তিন দিনের মধ্যেই গগ আইল্যান্ডে পেঁৗঁছবে বলে ধারণা করা হচ্ছে। তবে তা নির্ভর করছে আবহাওয়ার ওপর। উদ্ধারকারী জাহাজে দুটি হেলিকপ্টারও রয়েছে। যাতে করে আশ্রয় নেওয়া দলটি সহজেই রিসার্চ বেস থেকে সহজেই জাহাজে পৌঁছতে পারেন। আগামী শুক্র অথবা শনিবার তারা নিজ দেশে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply