মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের শহর পুয়ালুপ। এখানকার এক চার্চের পার্কিংয়ে নেমে এল বিমান। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। একজন শিক্ষানবীশ পাইলটকে প্রশিক্ষণ দিচ্ছিলেন ইনস্ট্রাক্টর। তাদের সঙ্গে একজন রাইডারও ছিলেন। সবমিলিয়ে তিনজনকে নিয়েই বিমানটি পার্কিংয়ে নেমে আসে। গ্রাহাম ফায়ার এন্ড রেসকিউ টিম জানিয়েছে, তিন আরোহীর কেউই আহত হয়নি। সবাই সুস্থই ছিলেন।
প্রশিক্ষণ বিমানটি পাওয়ার হারিয়ে ফেললে বিমানের নিয়ন্ত্রণ নেন ইনস্ট্রাক্টর। তিনি কাছাকাছি খালি পার্কিং এলাকা দেখতে পেয়ে সেখানেই বিমান নামিয়ে আনেন। বিমানটি মাঠ থেকে গড়িয়ে গড়িয়ে ১৮৭ নম্বর সেন্ট ই থেকে হলি ডিসিপল প্যারিশের পার্কিং লট পর্যন্ত চলে যায়। এই ঘটনায় ইনস্ট্রাক্টরকে বীরের খেতাব দিচ্ছে স্থানীয় জনগণ। আকাশে থাকাবস্থায় প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বার বার সেই ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করেন বিশেষজ্ঞ পাইলট। তবে কোনোভাবেই তা আর স্টার্ট নেয়নি। একারণেই বাধ্য হয়ে অবতরণ করতে হয় মাটিতে। গ্রাহাম ফায়ার এন্ড রেসকিউ টিমের এসিস্ট্যান্ট চীফ স্টিভ রিচার্ডস মিডিয়াকে বলেছেন, ‘প্লেনে থাকা তিন জনই সুস্থ। তারা কিছুটা আতঙ্কগ্রস্ত ছিলেন। এমন দুর্ঘটনায় যেটা স্বাভাবিক। তবে তারা ক্রুদের সঙ্গে হেঁটেই বেরিয়ে এসেছেন। তারা খুবই ভাগ্যবান ছিলেন।’ তবে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে রুটিক চেক-আপের জন্য।
Leave a Reply