গত বছর বন্ধ হয়ে যাওয়া ভারতের বিমান সংস্থা জেট এয়ারওয়েজ আবারও আকাশে ওড়ার জন্য প্রস্তুত হচ্ছে। এ খবরে উত্ফুল্ল প্রতিষ্ঠানটির চাকরি হারানো বৈমানিক ও ক্রুরা। বড় অঙ্কের ঋণের চাপায় পড়ে বন্ধ হয়ে যায় ভারতের দ্বিতীয় বৃহৎ এ বিমান সংস্থা। সম্প্রতি ক্যালরক ক্যাপিটাল-মুরারি লাল জালান কনসোর্টিয়াম জেট এয়ারওয়েজের জন্য বিড জিতেছে। এই কনসোর্টিয়াম ঋণদাতাদের দ্বারা পরিচালিত বিডে বেশির ভাগ ভোট পেয়েছে। ক্যালরক ক্যাপিটালের বোর্ড সদস্য মনোজ মাদনানী বলেন, ‘ইনসলভেন্সি প্রক্রিয়া পরিচালনার জন্য আমি ঋণদাতাদের কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। আমরা জেট এয়ারওয়েজের স্টেকহোল্ডারদের সঙ্গে জড়িত থাকার এবং বিমানের গৌরব ও উত্তরাধিকার ফিরিয়ে আনার প্রত্যাশায় আছি।’
দেউলিয়া হয়ে যাওয়ার কারণে ২০১৯ সালের ১৭ এপ্রিল থেকে বিমান চলাচল বন্ধ করে দেয় জেট এয়ারওয়েজ। প্রতিষ্ঠানটি যখন দেউলিয়া হয় তখন কর্মীসংখ্যা ছিল আট হাজার। যাঁরা পাওনা দাবি করেছেন এক হাজার ২৬৫ কোটি রুপি। বিমানের নতুন মালিক প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর জন্য বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। যার মধ্যে রয়েছে বিশাল ঋণ, কর্মচারী, বিমানবন্দর, গ্রাউন্ড হ্যান্ডলার এবং অন্যদের বকেয়া। বন্ধ হয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানটির বকেয়া ছিল আট হাজার কোটি রুপি। সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড, এনডিটিভি।
Leave a Reply