বাবা-ছেলে এক মোটরসাইকেলে। ছেলে সাদমান রাহিম ভূঁইয়া (২২) চালাচ্ছিলেন আর তার পেছনে বসেছিলেন বাবা আনিস উদ্দিন ভূঁইয়া বাবুল (৫৫)। তাদের উদ্দেশ্য রাজধানীর ডেমরার মাতুয়াইল মধ্যপাড়ার বাসায় ফেরা। কিন্তু তারা আর জীবিত ফিরতে পারেননি। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খঁ?ুটিতে ধাক্কা লাগলে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই ছেলে প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর বাবা আনিসকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় নির্মম এ দুর্ঘটনা ঘটে ডেমরার কোনাপাড়ার পাইটি এলাকায়। পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, আনিস গ্রিন রোডের টাইলস ব্যবসায়ী। সাদমান তার বড় ছেলে, শেখ বোরহান উদ্দিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
Leave a Reply