সেরারাই আসলে সেরা হওয়ার দৌঁড়ে বার বার এগিয়ে থাকে। সেই সেরার তালিকায় আবারও উঠে এলো এমিরেটস এয়ারলাইন্সের নাম। বিশ্বব্যাপী ভ্রমণ ব্যবসায় যুক্ত প্রতিষ্ঠানকে দেওয়া হয় ‘বিজনেস ট্রাভেলার মিডল ইস্ট অ্যাওয়ার্ডস’।
এবারের আসরে ‘বেস্ট এয়ারলাইন ওয়ার্ল্ডওয়াইড’ সম্মান পেয়েছে এমিরেটস এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থা সপ্তমবারের মতো পুরস্কারটি জিতলো।
বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সেরা প্রথম শ্রেণি, সেরা কেবিন ক্রু ও মধ্যপ্রাচ্যের সেরা এয়ারপোর্ট লাউঞ্জ পুরস্কার তিনটি বাগিয়ে নিয়েছে এমিরেটস। শনিবার বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। বর্তমানে ঢাকায় সপ্তাহে ৯টি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস। এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রীরা দুবাই হয়ে বিশ্বব্যাপী প্রায় ১০০ নগরীতে ভ্রমণ করতে পারছেন।
Leave a Reply