যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার মিলিত শক্তি চীনাদের আধিপত্যকে রুখে দেওয়ার চেষ্টা করছে। এমনকি দক্ষিণ চীন সাগরেও চীনের একাধিপত্য মেনে নিতে নারাজ এই যৌথ শক্তি। আজ (রবিবার) থেকে পাঁচদিনের ভারত সফরে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মাইক পম্পেই। ভারতকে সাথে নিয়ে চীনা আধিপত্য রুখবার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
গত জুলাইতে দক্ষিণ চীন সাগরে চীনাদের ব্যবহার ছিল রীতিমতো ত্রাসের। চীনা মিলিটারির ওপর অভিযোগ উঠে, তারা একটি ভিয়েতনামি ফিশিং বোটকে ডুবিয়ে দিয়েছে। পাশাপাশি মালয়েশিয়ান তেল ও গ্যাসবাহী জাহাজকে হয়রানি করেছে। চীনা ফিশিং বোটের একটি ফ্লিটকে ইন্দোনেশিয়ার বিশেষ অর্থনৈতিক এলাকায় এসকর্ট করে নিয়ে যায় চীনা মিলিটারি। এসব অভিযোগ উঠার পরই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় খবরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পাশাপাশি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় স্থায়ীভাবে কোস্ট গার্ডের জাহাজ রাখার ব্যাপারেও ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র।
দক্ষিণ চীন সাগর নিয়ে চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইওয়ান ও ফিলিপাইনের মধ্যে দ্বন্দ্ব চলছে। চীন এই সাগরের পুরোটাই নিজেদের বলে দাবি করছে। বাকি দেশগুলোও কিছু কিছু অংশের দাবি করছে। এই পরিস্থিতিতেই মার্কিন যুক্তরাষ্ট্র ‘ফ্রিডম অব নেভিগেশন’ অপারেশনের আওতায় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্টার চেষ্টা করছে বলে জানিয়েছেন রবার্ট ও’ব্রায়েন।
Leave a Reply