এসময় পরিবহন বিভাগের নানাবিধ সমস্যা-সমাধানের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। এতে স্ব স্ব দায়িত্বশীলরা যাত্রীসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন বলেও জানান রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার শাহাদাত আলী। তিনি বলেন, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করেছেন। যার কিছু ইতোমধ্যে শেষ হয়েছে এবং চলমানও আছে। উন্নয়নের এই সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের দায়িত্ব পালনে আরো যত্নবান হতে হবে। তাছাড়া দুর্ঘটনা হ্রাস, সময়ানুবর্তিতার সাথে ট্রেন চলাচল, যাত্রী সেবা বৃদ্ধি এবং ট্রেন ও স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করণে সকলকে সজাগ ও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
Leave a Reply