নিজের টিমের কর্মীদের ব্যাপারে বরাবরই দিলদরিয়া জ্যাকুলিন ফার্নান্দেজ। কিছুদিন আগেই তাঁর মেকআপ আর্টিস্টকে গাড়ি উপহার দিয়েছেন। এবার দিলেন টিমের আরেক কর্মীকে। সোমবার দুর্গাপূজা উপলক্ষে সেই কর্মী গাড়ি পেয়ে চমকে যান। কর্মীটির নাম জানা যায়নি। গাড়িটি যখন জ্যাকুলিনকে ডেলিভারি দেওয়া হয় শ্রীলঙ্কান অভিনেত্রী তখন ব্যস্ত ছিলেন শুটিংয়ে। সঙ্গে ছিলেন সেই কর্মীও। এর পরই শুটিং সেটের সবার সামনে তাঁকে ডেকে গাড়ির চাবি তুলে দেন জ্যাকুলিন। ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করার পর ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন জ্যাকুলিন। জানা গেছে, ওই কর্মী শুরু থেকেই জ্যাকুলিনের সঙ্গে কাজ করেছেন। দীর্ঘদিন কাজ করতে করতে তাঁদের মধ্যে বন্ধুত্বও তৈরি হয়েছে। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তাঁর টিম মেম্বারদের ভূয়সী প্রশংসায় ভাসিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, অন্য দেশ থেকে এসে মুম্বাইতে থিতু হওয়া তাঁর জন্য সহজ ছিল না। দারুণ একদল কর্মিবাহিনীর জন্যই সেটা সম্ভব হয়েছে।
Leave a Reply