লক্ষীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিচালক।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সজল মজুমদার (২৫) ও লক্ষণ চন্দ্র মজুমদার। তারা দুজনই পার্বতীনগরের বাসিন্দা নারায়ণ চন্দ্র ও চিত্র চন্দ্র মজুমদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষীপুর জেলা শহর থেকে মোটরসাইকেলযোগে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারের দিকে যাচ্ছিল সজল ও লক্ষণ। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি পানিতে পড়ে যায়।
Leave a Reply