পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৫তম স্প্যান। গতকাল শনিবার দুপর ২টা ৪০ মিনিটে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৮ ও ৯নং পিয়ারে বসানো হয় স্প্যানটি। এর ফলে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ২৫০ মিটার অংশ। ৩৪তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় ৩৫তম স্প্যানটি বসানো হলো। ৩৫তম স্প্যান বসে যাওয়ায় সেতুতে বসতে বাকি রইলো ৬টি স্প্যান।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, শনিবার সকাল ৭টায় স্প্যানটি বসানোর কর্মযজ্ঞ শুরু হয়। সকাল ৯টা ১৫মিনিটে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যে স্প্যানটি নিয়ে রওনা হয়। সকাল থেকে পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগে ৭ঘন্টা ৪০মিনিট।
৩৫ তম স্প্যানটি ৩০ অক্টোবর শুক্রবার বসানোর পূর্বপরিকল্পনা ছিলো। তবে পিয়ার ৮ ও ৯এর এলাকায় নদীতে পলি এসে জমলে নাব্য সংকট তৈরি হয়। ফলে ভাসমান ক্রেন চলাচল অসম্ভব হয়ে পড়ে। পরবর্তীতে ড্রেজিং করে নাব্য সমস্যার সমাধান করে ক্রেন চলাচলের উপযোগী করা হয়। এতে পূর্ব নির্ধারিত সিডিউল থেকে একদিন পিছিয়ে বসানো হলো স্প্যানটি। ৩৫তম স্প্যানটি বসানো হওয়ায় বাকি থাকলো আর মাত্র ছয়টি স্প্যান।
সেতুতে বসানোর বাকি থাকা ছয়টি স্প্যান মাওয়া প্রান্তে বসানো হবে। ইতিমধ্যেই জাজিরা প্রান্তে সবগুলো স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৪ নভেম্বর সেতুর ২ ও ৩নং পিয়ারে ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।
Leave a Reply