ট্রিপল নাইনে (৯৯৯) এক রিকশাচালকের ফোন পেয়ে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে লাফ দেওয়া এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তরুণীর শরীরের বেশ কয়েকটি স্থানে সেলাই লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার রাতে ফ্লাইওভারের সায়েদাবাদ অংশে এই ঘটনা ঘটে।
ট্রিপল নাইনের পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, শনিবার রাত পৌনে ১২টায় এক রিকশাচালক সায়েদাবাদ জনপদ মোড় থেকে ফোন করে জানান, ফ্লাইওভারের ওপর থেকে এক তরুণী লাফ দিয়েছে। সে এখন রাস্তায় পড়ে আছে। ওই তরুণী এখনো বেঁচে আছে। তার মুখ থেকে গোঙানির শব্দ শোনা যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে ঘটনাটি দ্রুত যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়। পরে যাত্রাবাড়ী থানার এসআই মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। দ্রুত তাকে পুলিশের টহল গাড়িতে করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তরুণীর সিটি স্ক্যান করানোসহ শরীরের কয়েকটি স্থানে সেলাই দিতে হয়েছে। পা ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয়। তবে ওই তরুণী আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ওই তরুণী যাত্রাবাড়ী এলাকাতেই পরিবারের সঙ্গে থাকেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গতকাল বাসায় ফিরেছেন। ওই তরুণী মানসিকভাবে বিপর্যন্ত ছিলেন বলে জানতে পেরেছি।
Leave a Reply