করোনা মহামারির দ্বিতীয় সংক্রমণে আবারও অনিশ্চয়তায় বিশ্ববাণিজ্য। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংকটাড জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাণিজ্য কমেছে ৫ শতাংশ। এক বছর আগের একই সময়ের তুলনায় এই অবনতি। যদিও দ্বিতীয় প্রান্তিকে বাণিজ্য কমেছে ১৯ শতাংশ। কিন্তু তৃতীয় প্রান্তিকে হ্রাসের হার কমে এলেও বৈশ্বিক বাণিজ্য জাগিয়ে তোলার জন্য তা যথেষ্ট নয়।
সম্প্রতি আংকটাডের গ্লোবাল ট্রেড আপডেটে এই তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, বিশ্ববাণিজ্যের এই নাজুক পরিস্থিতি চতুর্থ প্রান্তিকেও থাকবে। ওই প্রান্তিকে বাণিজ্য প্রবৃদ্ধি ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কমতে পারে।
সংস্থার মতে, আগামী দিনে বিশ্বজুড়ে বাণিজ্যিক পরিস্থিতি কেমন যাবে, তা নির্ভর করছে শীতের মাসগুলোতে করোনা সংক্রমণ কেমন হয় তার ওপর। মূল্য বিবেচনায় এ বছর বৈশ্বিক বাণিজ্য ৭ থেকে ৯ শতাংশ সংকুচিত হবে ২০১৯ সালের তুলনায়। আংকটাডের মহাসচিব মুখিশা কিটুই বলেন, ‘করোনা মহামারির অনিশ্চিত গতি আগামী মাসগুলোতেও বিশ্ববাণিজ্যে চাপ ফেলবে।’ তিনি বলেন, ‘এ বছর ২০১৯ সালের তুলনায় বাণিজ্য সংকোচন ৭ থেকে ৯ শতাংশ বলা হলেও তা কম হতাশার কারণ।
Leave a Reply