1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

১৩ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

অয়েল গ্যাস এন্ড লুব্রিকেন্ট রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

আগামী বছরের জন্য ১৩ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার। আবুধাবি ও সৌদি আরব থেকে পাঁচ হাজার ২০৫ কোটি টাকায় অপরিশোধিত এ তেল কেনা হবে।
গতকাল বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তেল আমদানির এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন। অর্থমন্ত্রী বলেন, অনুমোদনের জন্য সভায় আটটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের চারটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুটি এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের একটি করে প্রস্তাব ছিল। আট প্রস্তাবে মোট পাঁচ হাজার ৬৬৫ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের তহবিল থেকে দেওয়া হবে ২২৪ কোটি ২৮ লাখ টাকা। বাকি পাঁচ হাজার ৪৪০ কোটি ৪০ লাখ টাকা আসবে ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ও দেশীয় ব্যাংক থেকে ঋণের মাধ্যমে।
সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল। তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) ২০২১ সালে প্রক্রিয়াকরণের জন্য ১৩ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব করেছে। আবুধাবির এডনক এবং সৌদি আরবের সৌদি আরামকো থেকে পাঁচ হাজার ২০৪ কোটি ৭৪ লাখ টাকায় এই তেল কেনা হবে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী ১৪ মাস পর ২০২১ সালের ডিসেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।
তিনি বলেন, এই রিজার্ভের সর্বোচ্চ ব্যবহারের বিষয়ে সরকার ভাবছে। ‘গভর্নমেন্ট স্পন্সরড’ প্রকল্পে এই রিজার্ভ ব্যবহারের চিন্তাভাবনা চলছে। অর্থমন্ত্রী আরও বলেন, এক বছর আগে এই রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। বর্তমানে তা বেড়ে ৪১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এখন থেকে ১৪ মাস পর, ২০২১ সালের ডিসেম্বরে এই রিজার্ভ ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT