ভাবুন তো, ট্রেনের সিটে চোখ বন্ধ করে নিশ্চিন্তে বসে আছেন অথবা হেড ফোনে শুনছেন গান আচমকা জানালার গ্লাস ভেঙে সজরে পাথর এসে লাগলো আপনার মাথায়! ইতিমধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন ছুটে আসা এই পাথরের আঘাতে। আর রক্তাক্ত হওয়ার ঘটনা তো হরহামেশা। ঘটনা পুরোনো কিন্তু এখন তা বেড়েছে আশঙ্কাজনকহারে!
অনেকের ধারণা, ট্রেনের প্রতি যাত্রীদের আগ্রহ বাড়ায় বাস মালিকরা পিকেটার লেলিয়ে দিচ্ছে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করতে। ফেসবুক থেকে।
Leave a Reply