মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ সদস্য তেঁতুলিয়ায় থেকে টেকনাফ পর্যন্ত সাইকেল যাত্রা শুরু করেছে। গতকাল দুপুরে বাংলাবান্ধা জিরোপয়েন্টে থেকে টেকনাফের উদ্দেশ্যে মুজিব বর্ষ সাইক্লিং যাত্রা শুরু হয়। রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল নজরুল ইসলাম পায়রা ও বেলুন উড়িয়ে মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন ২০২০ উদ্বোধন করেন।
আইএসপিআর জানায়, সাইকেল যাত্রায় সেনা সদস্যরা ১ হাজার ১০ কিলোমিটার পাড়ি দেবে। আগামী ৩ ডিসেম্বর তারা টেকনাফ পৌছাবে । পথে পথে সেনাবাহিনীর এই সাইক্লিস্টরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা অবদানের কথা তুলে ধরবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতেই এই সাইকেল যাত্রা। অনুষ্ঠানে ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহাবুবুর রহমান সিদ্দিক, রামৃু ১০ আর্টিলারি বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ওমর সাদি, রংপুর রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ কায়সার হাসান মালিক, পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply