প্রায় আট মাস ফ্লাইট অপারেশন বন্ধ থাকার পর ১০ নভেম্বর আকাশে ফের ডানা মেলার কথা ছিল বেসরকারি প্রতিষ্ঠান রিজেট এয়ারওয়েজের। তবে ফ্লাইট পরিচালনার চূড়ান্ত ছাড়পত্র না পাওয়ায় এখনই আসতে পারছে না তারা।
সর্বশেষ সেপ্টেম্বর মাসে রিজেন্ট সিদ্ধান্ত নিয়েছিল, আগামী ১০ নভেম্বর পুনরায় ফ্লাইট শুরু করার মাধ্যমে প্রতিষ্ঠানের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
তবে সেই আশা আর পূরণ হচ্ছে না তাদের। নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র না পাওয়ায় আপাতত ফ্লাইট পরিচালনা করতে পারবে না তারা।
এ বিষয়ে রিজেন্ট এয়ারওয়েজের চিফ অপারেটিং অফিসার আশিষ রায় চৌধুরী বলেন, এয়ার অপারেশন সার্টিফিকেট (এওসি) নবায়ন না হওয়ায় আমাদের অপারেশনে (ফ্লাইট পরিচালনা) আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। এওসি নবায়নের জন্য যে ইনস্পেকশন দরকার ছিল সেটা হয়ে গেছে। এখন এওসি পাওয়ার পরপরই আমরা অপারেশনে আসবো।
এক্ষেত্রে নভেম্বর মাসের শেষের দিকেই অপারেশনে আসতে পারবো বলে আশা করছি। এদিকে রিজেন্ট এয়ারওয়েজ জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে বহরে চারটি এয়ারক্রাফট নিয়ে নতুন করে ফিরে আসবে তারা।
Leave a Reply