ড্রাইভারদের জীবন বীমা গ্রহণের উদ্যোগ নিয়েছে ট্রাক লাগবে ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। এত দিন ড্রাইভারদের দুর্ঘটনা ও মৃত্যুঝুঁকি থাকা সত্ত্বেও তাঁরা জীবন বীমার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। জীবন বীমা প্রদানকারী প্রতিষ্ঠান ও পরিবহন মালিকসংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগের অভাবে ড্রাইভারদের জীবন বীমা সুবিধা ছিল না। অবশেষে ট্রাক লাগবের উদ্যোগে জীবন বীমার সূচনা হলো। সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাক লাগবের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত রশিদ, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের নির্বাহী সহসভাপতি ও প্রধান পরিচালন কর্মকর্তা শামিম আহমেদ।
Leave a Reply