আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড ‘রেইনবো’ বাজারে নিয়ে এসেছে মেরিন পেইন্টস ‘সি কুইন’। সম্প্রতি রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ রঙের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘আরএফএল গ্রুপ পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবসময় গুণগত মান ও ভোক্তার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আশা করছি, রেইনবো পেইন্টস শিগগিরি দেশের রঙের বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে’।
রেইনবো পেইন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, সামুদ্রিক পরিবেশ পেইন্টের জন্য সবচেয়ে প্রতিকূল জায়গা। তাই সেখানে টিকে থাকার জন্য বিশেষ ধরনের পেইন্টস ব্যবহার করা হয়। “এ জন্য রেইনবো পেইন্টস ‘সি কুইন’ নামে বিশেষ ধরনের মেরিন পেইন্টস বাজারে নিয়ে এসেছে, যা গতানুগতিক মেরিন পেইন্টস এর চাইতে অধিক কার্যকর। জাহাজ রাঙাতে প্রয়োজনীয় সব রঙের সমাহার পাওয়া যাবে সি কুইন মেরিন পেইন্টস এর আওতায়”।
রেইনবোর ডেকোরেটিভ, ফ্লোর কোটিং, মেরিন, কার, পাউডার কোটিং, ইন্ডাস্ট্রিয়াল, হ্যামার, উড কোটিং ক্যাটাগরিতে প্রায় ৩৫ ধরনের রঙ রয়েছে। সারা দেশে ‘রেইনবো পেইন্টস’ এর দেড় শতাধিক শোরুম ও অনুমোদিত ডিলারের মাধ্যমে রেইনবো পেইন্টস কিনতে পারছেন ক্রেতারা। বিজ্ঞপ্তি।
Leave a Reply