বিশ্বের সবচেয়ে বড় বৈদু্যুতিক গাড়ি ব্যাটারি নির্মাতা হতে চাইছে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবেন। সেখানে টেসলা নির্বাহীদের সঙ্গে আলোচনায় বসবে দলটি।
গত শুক্রবার এক সাক্ষাৎকারে জোকো জানান, পুরো ব্যাপারটিই ইন্দোনেশিয়ার নতুন চাকরি সৃষ্টি আইন ‘অমনিবাস’-এর প্রচারণার একটি অংশ। ইন্দোনেশিয়ায় ব্যবসা করাকে আরও সহজ করে তুলবে অমনিবাস।
জোকো বলেন, ‘অমনিবাসের প্রচারণার জন্য আগামী সপ্তাহে আমরা আমেরিকা ও জাপানে বড় দল পাঠাব।’ নতুন নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিবাদন জানানোর পরপরই দল পাঠানোর কথা বললেন তিনি। বাইডেন প্রশাসন ‘স্থিরতা’ ও ‘বিশ্বশান্তি’ প্রচার করবে এমন আশা করছেন বলেও উল্লেখ করেছেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট।
ইন্দোনেশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ‘ম্যারিটাইম অ্যাফেয়ার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট’ মন্ত্রণালয়ের সমন্বয়ক মন্ত্রী লুহুত পানজাইটান। জোকো বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের ইন্দোনেশিয়াকে বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি নির্মাতা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং আমাদের কাছে নিকেলের সবচেয়ে বড় মজুদ রয়েছে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান ৭৯টি আইন মিলিয়ে ইন্দোনেশিয়ার নতুন চাকরি আইন প্রস্তুত করা হয়েছে। আইনটির মাধ্যমে পরিবেশ মানদন্ড শিথিল করে দেওয়ায় এ নিয়ে সমালোচনাও হয়েছে।
Leave a Reply