নতুন বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই ও আবুধাবীতে ফ্লাইট চালু করবে দেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। সেই সঙ্গে শ্রীলংকার রাজধানী কলম্বো ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি।
বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার আন্তর্জাতিক রুটগুলোকে নির্বিঘ্ন করতে ইউএস-বাংলার বিমান বহরে আরো দু’টি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এছাড়া বিমান বহরে দু’টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ যুক্ত করে যশোর-চট্টগ্রাম, সৈয়দপুর-কক্সবাজার, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটের পরিকল্পনার কথা জানিয়েছেন ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।
কক্সবাজারের একটি হোটেলে রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এসময় বিমান সংস্থাটির পরিচালক ফ্লাইট অপারেশনস ক্যাপ্টেন নুরুদ্দিন মাসুদ, ক্যাপ্টেন সাদাত, মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply