বাংলাদেশের সেনাবাহিনী ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ এর সাইক্লিং দল ফেনী ব্যাটালিয়ান (৪ বিজিবি) সদর দফতর পরিদর্শনে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে ফেনীর জয়লস্করস্থ বিজিবি সদর দফতরে দলটি পৌঁছালে তাদেরকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।
পদাতিক, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পরে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. কামরুজ্জামান সাইক্লিস্টদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাইক্লিস্টরা চা চক্রে অংশ নেন।
বিজিবি সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সদর দফতর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশনের অংশগ্রহণে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০ অনুষ্ঠিত হচ্ছে। মুজিববর্ষকে ইতিহাসের পাতায় অমলিন করে রাখতে অফিসার, সৈনিকসহ ২০৮ জন সেনা সদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপ পর্যন্ত মোট ১ হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি জমানোর যাত্রা শুরু করেন। আগামী ৫ ডিসেম্বর কক্সবাজারের জলতরঙ্গে এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply