টাঙ্গাইলের এলেঙ্গায় ২০ লাখ এলপি গ্যাস সিলিন্ডার উৎপাদন ক্ষমতার একটি কারখানা করবে সরকার। এ জন্য পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
রাষ্ট্রায়ত্ত সংস্থাটি এলপি গ্যাস সিলিন্ডার কারখানাটি স্থাপনে নিজস্ব অর্থায়নে সম্ভাব্যতাও যাচাই করবে। সংস্থার সহযোগী প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বিপিসির পরিচালনা পর্ষদের সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। প্রস্তাবিত কারখানায় বছরে ২০ লাখ সিলিন্ডার উৎপাদন করার লক্ষ্য রয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফলের ভিত্তিতে প্রকল্প তৈরি করা হবে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।
দেশে বর্তমানে এক কোটি ৬০ লাখ এলপি গ্যাস সিলিন্ডারের চাহিদা আছে। দেশে এলপি গ্যাসের চাহিদা বাড়ায় আগামীতে আরও বেশি সিলিন্ডারের প্রয়োজন হবে।
Leave a Reply