1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সেনাবাহিনীর ২৩ দিনের সাইকেল যাত্রা তেঁতুলিয়া থেকে টেকনাফে শেষ

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

মুজিব জন্মশতবর্ষ উদযাপনে সেনাবাহিনীর ১০০ জন সাইক্লিস্ট ২৩ দিনে ১০১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কক্সবাজারের টেকনাফে এসে পৌঁছেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্টে এসে পৌঁছায় সাইক্লিস্ট দলটি।
এসময় সেখানে উপস্থিত সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেনা সদস্যরা তাদের অভিনন্দন জানান। সাইক্লিং এক্সপিডিশনে অংশগ্রহণকারীরাও এসময় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে সাবরাং জিরো পয়েন্টে আয়োজিত মুজিব জন্মশতবর্ষের সাইক্লিং এক্সপিডিশনের ফ্ল্যাগ-ইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের ১০ আর্টিলারি বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ওমর সাদি।এসময় সাইক্লিং এক্সপিডিশনে অংশগ্রহণকারী সৈনিক রিনা এবং নেতৃত্বদানকারী মেজর আব্দুল্লাহ আবু আসিফ অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিগ্রেডিয়ার জেনারেল ওমর সাদি জানান, বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং স্মরণীয় করে রাখতে সেনাবাহিনীর বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এ সাইক্লিং এক্সপিডিশনটির আয়োজন করা হয়েছে। দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় এতে অংশগ্রহণকারীরা অন্যান্য সেনা সদস্য ও সাধারণ মানুষের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার বার্তা পৌঁছে দিয়েছে। আগামীতেও এ চেতনাকে ধারণ করে দেশ গঠনের আহ্বান জানানো হয়েছে।
ফ্ল্যাগ-ইন অনুষ্ঠানে সাইক্লিং এক্সপিডিশনে নেতৃত্বদানকারী মেজর আব্দুল্লাহ আবু আসিফ সহ তিন সেনা সদস্য প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল ওমর সাদিকের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এরপর কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।
গত ৮ নভেম্বর দেশের সর্ব-উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে সাইক্লিং এক্সিপিডিশনে যাত্রা করে সেনাবাহিনীর ১০০ সদস্যের একটি সাইক্লিস্ট দল।
আয়োজকরা জানিয়েছেন, মূলত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে স্মরণ করে সাইক্লিং এক্সপিডিশনে ১০০ সেনা সাইক্লিস্ট অংশ নিয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধ-৭১ স্মরণে এতে প্রতিদিনই ৭১ সেনা সদস্য সাইক্লিং করেছেন। দলটিতে বিভিন্ন পদবীর ১৬ জন অফিসার এবং ৮৪ জন সৈনিক। এদের মোট ১১ জন নারী সেনা সদস্য ছিলেন। তবে তার মধ্যে তিন জন যাত্রার দিন থেকে শেষদিন পর্যন্ত সাইক্লিংয়ে অংশ নিয়েছেন।
আয়োজকরা আরও জানান, তেঁতুলিয়া থেকে দীর্ঘ এক হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে সাইক্লিস্ট দলটি যাত্রাপথে মূল প্রধান সড়ক ও মহাসড়কগুলো ব্যবহার করেছে। এতে দলটি সেনাবাহিনীর আটটি ডিভিশন এবং বেশ কয়েকটি বেসামরিক স্থানে যাত্রা বিরতি করে।
দলটি যাত্রাপথে বিরতি নেওয়া স্থানগুলোয় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পাশাপাশি আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্ব সম্পর্কে তুলে ধরে। এছাড়া যাত্রাপথে সেনানিবাসসহ যেসব স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভ পেয়েছে সেখানেই ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে দলটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT