ব্র্যাক ব্যাংক ও উত্তরা মোটরস মধ্যে গ্রাহকদের বিশেষ হারে অটোলোন সুবিধা দিতে চুক্তি হয়েছে। চুক্তির আওতায় উত্তরা মোটরসের গ্রাহকরা সুজুকি ব্র্যান্ডের যানবাহন কিনতে আকর্ষণীয় হারে অটোলোন সুবিধা পাবেন, সঙ্গে থাকবে হ্রাসকৃত প্রসেসিং ফি। দেশের যে কোনো উত্তরা মোটরসের শোরুম থেকে আগামী বছরের ১৬ নভেম্বর পর্যন্ত বিশেষ অটোলোন সুবিধা পাওয়া যাবে। উত্তরা মোটরসের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন) এবিএম হুমায়ুন কবীর এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম চুক্তিতে সই করেন। এ সময় উত্তরা মোটরসের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহাবুব আলম, ব্র্যাক ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply