অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির মধ্যে অবস্থিত তোরেস প্রণালীতে দুই ব্যক্তি ষোল ঘন্টা সমুদ্রে ভেসে থাকার পর উদ্ধার পেয়েছেন। মার্শাল আইল্যান্ডের একটি তেলবাহী জাহাজ এ দুজনকে উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে।
তোরেস প্রণালী পাড়ি দেওয়ার সময় দুজন মানুষকে সমুদ্রে ভেসে থাকতে দেখে তারা দ্রুত অস্ট্রেলিয়ান ম্যারিটাইম সেফটি অথরিটির সঙ্গে যোগাযোগ করে। কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী হেলিকপ্টার পাঠিয়ে দেয়। উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছবার আগেই তেলবাহী জাহাজ একজনকে উদ্ধার করে। দ্বিতীয় ব্যক্তিকে উদ্ধার করা হয় হেলিকপ্টারে করে। উদ্ধারকারী দুই ব্যক্তি জানান, আগের দিন বিকেলে (স্থানীয় সময় চারটা) তাদের বোট ডুবে যায়। এরপর থেকে তারা টানা ষোল ঘন্টা সমুদ্রের শীতল পানিতে ভেসে ছিলেন। উদ্ধার করার পর দ্রুতই তাদেরকে তীরবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ট্রেলিয়ান ম্যারিটাইম সেফটি অথরিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেওয়া হয় দুজনকে উদ্ধার করার ঘটনায়।
Leave a Reply