নভেম্বরে জার্মানিতে নতুন গাড়ি বিক্রি কমেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। মূলত নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঝড়ের কারণে বাধ্যতামূলকভাবে বন্ধ হয়ে গেছে ইউরোপের শীর্ষ অর্থনীতিগুলো, যার প্রভাব পড়েছে জার্মানির গাড়িবাজারেও। খবর এএফপি।
কেবিএ পরিবহন কর্তৃপক্ষ বলছে, গত মাসে ইউরোপের সর্ববৃহৎ গাড়িবাজারে সব মিলিয়ে গাড়ি নিবন্ধিত হয়েছে ২ লাখ ৯০ হাজার ১৫০টি; যা ২০১৯ সালের একই মাসের চেয়ে ৩ শতাংশ কম। যাই হোক, এ পতন অক্টোবরের চেয়ে কিছুটা কম তীব্র, যখন নিবন্ধন হ্রাস পেয়েছিল ৩ দশমিক ৬ শতাংশ।
জার্মান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (ভিডিএ) গত বছরের তুলনায় ২০২০ সালে গাড়ির নিবন্ধনে ২০ শতাংশ হ্রাস আশা করছে।
একটি বিবৃতিতে ভিডিএর সভাপতি হিলডেগার্ড মুলার বলেন, জার্মানিতে যাত্রীবাহী গাড়ি নজিরবিহীন ধাক্কা খেয়েছে। বছরের দ্বিতীয়ার্ধে একটি ঠিকঠাক পুনরুদ্ধারও ঘাটতি পুষিয়ে দিতে সক্ষম হবে না।
Leave a Reply